যুবদের মধ্যে বাংলায় বেকারত্বের হার ৯%, দেশে কত নম্বরে? রাজ্যের নিরিখে লাস্ট কেরল
হিন্দুস্তান টাইমস | ২৬ সেপ্টেম্বর ২০২৪
যুবপ্রজন্মের মধ্যে সর্বনিম্ন বেকারত্ব হারের নিরিখে দেশের প্রথম দশে থাকল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস’-র তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের যুবপ্রজন্মের মধ্যে বেকারত্বের হার হল নয় শতাংশ। পুরুষদের ক্ষেত্রে বেকারত্বের হার ৮.৫ শতাংশে ঠেকেছে। মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হার কিছুটা বেশি - ১০ শতাংশ। সার্বিকভাবে সর্বনিম্ন বেকারত্ব হারের নিরিখে মধ্যে দেশের মধ্যে নবম স্থানে আছে পশ্চিমবঙ্গ। সামনে আছে মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, ত্রিপুরা, সিকিমের মতো রাজ্য। তবে ওই রিপোর্টে কেরলের ভয়াবহ চিত্র ধরা পড়েছে। দেশের সব কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য মিলিয়ে সর্বোচ্চ বেকারত্ব হারের তালিকায় তিনে আছে কেরল। প্রথম দুটি স্থানে লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। অর্থাৎ রাজ্যগুলির মধ্যে দেশে সবথেকে বেশি বেকারত্বের হার হল কেরলে।
দেশের যুবপ্রজন্মের মধ্যে বেকারত্ব হার নিয়ে ‘ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস’-র তরফে যে পরিসংখ্যান পেশ করা হয়েছে, তা ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুনের মধ্যেকার ছবি তুলে ধরেছে। ওই সময়ের মধ্যে সার্বিকভাবে ভারতে বেকারত্বের হার ১০.২ শতাংশ ছিল। মহিলাদের ক্ষেত্রে সেটা ছিল ১১ শতাংশ। আর পুরুষদের বেকারত্বের হার ৯.৮ শতাংশ ছিল। সেখানে ২০২২-২৩ সালে সার্বিকভাবে বেকারত্বের হার ছিল ১০ শতাংশ। অর্থাৎ গত এক বছরে দেশে যুবপ্রজন্মের মধ্যে বেকারত্বের হার বেড়েছে।
১) মধ্যপ্রদেশ: ২.৬ শতাংশ।
২) গুজরাট: ৩.১ শতাংশ।
৩) ঝাড়খণ্ড: ৩.৬ শতাংশ।
৪) দিল্লি: ৪.৬ শতাংশ।
৫) ছত্তিশগড়: ৬.৩ শতাংশ।
৬) দাদরা এবং নগর হাভেলি: ৬.৬ শতাংশ।
৭) ত্রিপুরা: ৬.৮ শতাংশ।
৮) সিকিম: ৭.৭ শতাংশ।
৯) পশ্চিমবঙ্গ: ৯ শতাংশ।
১০) উত্তরপ্রদেশ: ৯.৮ শতাংশ।
১) লাক্ষাদ্বীপ: ৩৬.২ শতাংশ।
২) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ: ৩৩.৬ শতাংশ।
৩) কেরল: ২৯.৯ শতাংশ।
৪) নাগাল্যান্ড: ২৭.৪ শতাংশ।
৫) মণিপুর: ২২.৯ শতাংশ।
৬) লাদাখ: ২২.২ শতাংশ।
৭) অরুণাচল প্রদেশ: ২০.৯ শতাংশ।
৮) গোয়া: ১৯.১ শতাংশ।
৯) পঞ্জাব: ১৮.৮ শতাংশ।
১০) অন্ধ্রপ্রদেশ: ১৭.৫ শতাংশ।
১) গ্রামাঞ্চল: বেকারত্বের হার ৮.৫ শতাংশ। পুরুষদের বেকারত্বের হার ৮.৫ শতাংশ। মহিলাদের বেকারত্বের হার ৮.৬ শতাংশ।
২) শহরাঞ্চল: মোট বেকারত্বের হার ১০.৩ শতাংশ। পুরুষদের বেকারত্বের হার ৮.৫ শতাংশ। মহিলাদের বেকারত্বের হার ১৩.৬ শতাংশ।