• বৃষ্টি কি কানপুরে বাঁচাতে পারবে বাংলাদেশকে? জেনে নিন কী বলছে পূর্বাভাস
    হিন্দুস্তান টাইমস | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • শুক্রবার উত্তর প্রদেশের কানপুরে শুরু হতে চলেছে ভারত – বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচের ওপর ঘনাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি। পূর্বাভাস অনুসারে বৃষ্টিবিঘ্নিত হতে চলেছে কানপুর টেস্ট। সেকথা মাথায় রেখেই দলগুলির তাদের রণনীতি ঠিক করা উচিত বলে মনে করছেন আবহাওয়াবিদরা।


    পড়তে থাকুন - 'ট্রাম উঠে যাচ্ছে না'! কীভাবে? ফেসবুকে বোঝালেন দেবাংশু

    পূর্বাভাস অনুসারে নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কারপুরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শুরু হতে পারে শুক্রবার বেলা বাড়লে। শনিবার গোটা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কানপুরে। রবিবার সকালে থামতে পারে বৃষ্টি। শুক্রবার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ভারত – বাংলাদেশ দ্বিতীয় টেস্টের ৫ দিনে কানপুরে ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে শনিবার। সেদিন ১৫ – ২০ মিলিমিটার বৃষ্টি হতে পারে শহরে। পূর্বাভাস অনুসারে কানপুর টেস্টের প্রথম ২ দিনে বৃষ্টির ব্যাপক প্রভাব পড়তে পারে। রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা থাকবে।


    চেন্নাইয়ে ভারত – বাংলাদেশ প্রথম টেস্টে ভারতের কাছে বিপুল রানে হেরেছে সফরত প্রতিবেশী দেশটি। ভারতীয় বাহিনীর সামনে তেমন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তারা। যার জেরে ২৮০ রানে জয় পেয়েছে ভারত। এর পর নজর রয়েছে কানপুর টেস্টে। চেন্নাই টেস্টে সামান্য বৃষ্টি হলেও ম্যাচে তার তেমন কোনও প্রভাব পড়েনি। তবে কানপুর টেস্টে বৃষ্টির অনেক বেশি প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)