অয়ন ঘোষাল: বঙ্গোপসাগরের নিম্নচাপ অনেকটাই শক্তি হারিয়েছে। তবে এর পাল্টা প্রভাবে দক্ষিণ ছত্তিশগড়ে তৈরি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। তার সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে উত্তর কোঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যেটি এই ছত্রিশগড়ের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গেছে।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতা। বিকেলের পর গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তখন ভারী বৃষ্টি শুরু হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
দক্ষিণবঙ্গের এই বৃষ্টি আগামিকাল শুক্রবার পর্যন্ত চলবে। বিশেষত হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সেপ্টেম্বরের শেষ লগ্নের এই বৃষ্টি বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। আবার ঝাড়খণ্ডের বৃষ্টি ডিভিসি ব্যারেজ গুলির ওপর চাপ বাড়াতে পারে। ফলে দুর্ভোগের আশঙ্কা থাকছে।
উত্তরবঙ্গ
চরম বৃষ্টির সতর্কতা দার্জিলিঙে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও।
আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে প্রবল বর্ষণের লাল সতর্কবার্তা। ভারী থেকে অতিভারী বৃষ্টির বিশেষ লাল সতর্কবার্তা থাকছে দার্জিলিং এবং কালিম্পং ২ পার্বত্য জেলাতে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা কোচবিহারে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
কাল শুক্রবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলাতে।
সেপ্টেম্বরের শেষ দিকের এই অতি প্রবল বর্ষণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। উত্তরবঙ্গের নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে। কোথাও কোথাও নদীর জলস্তর বিপদ সীমার ওপরে উঠতে পারে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। প্রবল বৃষ্টির জন্য পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের। চাষের জমি বা উন্মুক্ত জায়গা থেকে বজ্রপাতের সময় সরে যাওয়ার পরামর্শ।
কলকাতা
গত ৪৮ ঘণ্টায় বৃষ্টি ৮৭ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি ৬৫ মিলিমিটার। কলকাতায় এই মরশুমে বৃষ্টির ঘাটতি কমে দাঁড়াল ১১ শতাংশ। সার্বিক ভাবে দক্ষিণবঙ্গে এই মরশুমে বৃষ্টির ঘাটতি কমে দাঁড়াল ৭ শতাংশ। আজ কলকাতায় সারাদিন বৃষ্টি। কখনও ভারী। বেশিরভাগ সময় হালকা থেকে মাঝারি। দিন ও রাতের তাপমাত্রায় লক্ষ্যনীয় পতন। কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে ২৪.৯ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কমে ২৮.১ ডিগ্রি। কাল দিন ও রাতের তাপমাত্রা ব্যবধান ৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৯২ থেকে ১০০ শতাংশ।