• একটানা অঝোর ধারায় ভিজছে বাংলা, আজও প্রবল বৃষ্টির সতর্কতা, দুর্ভোগ থেকে নিস্তার কবে?
    আজকাল | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভোর না সন্ধে! দেখে বোঝার উপায় নেই। বৃহস্পতিবার ভোর থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে। একটানা মুষলধারে বৃষ্টি জেলায় জেলায়। নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত, দুইয়ের জেরে মাসের শেষে দুর্যোগের ঘনঘটা বাংলা জুড়ে। আশ্বিনের সকালেও যেন ঘোর বর্ষার আমেজ। এই দুর্যোগ থেকে কবে নিস্তার পাওয়া যাবে?

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি সব জেলায় আজ ভারি বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

    অন্যদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ভারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। ভারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। একটানা বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখী। এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ৩০ ডিগ্রির নীচে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

    আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনকী আগামিকাল, শুক্রবারেও কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতি ভারি বৃষ্টি এবং উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (আজকাল)