• উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রেকর্ড বৃষ্টি, লাল সতর্কতা বৃহস্পতিবারও
    এই সময় | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • রেকর্ড পরিমাণ বৃষ্টি উত্তরবঙ্গে। রাতভর দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং জুড়ে রেকর্ড বৃষ্টি হয়েছে। পার্বত্য অঞ্চলে একাধিক জায়গায় ধস নামার কারণে যান চলাচল ব্যাহত। প্রবল বৃষ্টিতে ব্যাহত জনজীবন। বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।গত ২৪ ঘণ্টায় কালিম্পংয়ে ১১৭ মিমি, কার্শিয়াংয়ে ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে তিস্তা থেকে মহানন্দা, রায়ডাক-সহ উত্তরবঙ্গের প্রায় সব নদীতে ফের জল বাড়তে শুরু করেছে। তবে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে চা বলয় থেকে কৃষি ক্ষেত্রে। প্রবল বর্ষণ বিপদ ডেকে এনেছে পাহাড়ে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে প্রবল বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির বিশেষ লাল সতর্কবার্তা থাকছে দার্জিলিং এবং কালিম্পং এই দুই পার্বত্য জেলাতে।

    দু’দিন আগেই উত্তরবঙ্গের সমতল এলাকায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁয়ে ফেলেছিল। সেখানে বুধবার শিলিগুড়ি (২৭.৮), জলপাইগুড়ি (২৮.৯), মালদা (২৯.৯) এবং কোচবিহারের (৩০.০) সর্বোচ্চ তাপমাত্রা ছিল। পাহাড় থেকে সমতল, অস্বস্তি কাটিয়ে ফের স্বস্তির পথে। কিন্তু ভয় ধরাচ্ছে প্রবল বর্ষণের লাল সতর্কতা।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার। বৃষ্টির কারণে উত্তরবঙ্গে পাহাড় সংলগ্ন এলাকায় ভূমিধস নামতে পারে। চাষের জমিতেও প্রভূত ক্ষয়ক্ষতি হতে পারে বলে আগে থেকে সতর্ক করে দিয়েছে আলিপুর। বৃহস্পতিবার দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ৭-২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ ছাপিয়ে যেতে পারে ২০ সেন্টিমিটার।
  • Link to this news (এই সময়)