• মাঝ আকাশে অসুস্থ কিশোরী, কলকাতা এয়ারপোর্টে জরুরি অবতরণ চিনগামী ইরাকি বিমানের
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের কলকাতা বিমান বন্দরে জরুরি অবতরণ। এবার বাগদাদ থেকে উড়ান নেওয়া চিনগামী একটি বিমান জরুরি ল্যান্ডিং করল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক  বিমানবন্দরে। মাঝ আকাশে এক ইরাকি কিশোরী অসুস্থ হয়ে পড়তেই বিমানটি কলকাতা এয়ারপোর্টে নামতে বাধ্য হয়।  গন্তব্যে পৌঁছানোর মাত্র ৩০ মিনিট আগে এই জরুরি অবতরণ করে বিমানটি।


    বিমান বন্দর সূত্রে খবর, জরুরি অবতরণ করা ফ্লাইটটি ইরাকি এয়ারওয়েজের বিমান। প্রায় ১০০ জন যাত্রী ও ১৫ জন ক্রু মেম্বার নিয়ে সেটি বাগদাদ থেকে চিনের গুয়াংঝৌর উদ্দেশে উড়ান নিয়েছিল।  কিন্তু ডেকান সমীর আহমেদ নামে ওই ১৬ বছরের কিশোরী অসুস্থ হয়ে পড়তেই বিমানটি কলকাতায় নেমে পড়ে।


    জানা গিয়েছে, ওই কিশোরী বিমানের মধ্যেই অজ্ঞান হয়ে গিয়েছিল। বিমান অবতরণের পরেও তাঁর জ্ঞান ফেরেনি। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তাঁর পাসপোর্ট থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
  • Link to this news (বর্তমান)