• স্কুলের পাশে অবৈধ মদ, জুয়ার ঠেক ভাঙলেন, পথ অবরোধেও মহিলারা
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বসিরহাট: স্কুলের পাশে অবৈধভাবে চলা মদ ও জুয়ার ঠেক ভেঙে দিলেন এলাকার মহিলারা। পাশাপাশি এর প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখালেন তাঁরা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে হাসনাবাদ থানার নোয়াপাড়া এলাকায়। ওই মহিলাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকার একটি প্রাথমিক স্কুলের পাশে অবৈধভাবে গজিয়ে উঠেছে মদ, জুয়া ও গাঁজার ঠেক। এর ফলে স্কুলের ছেলেমেয়েদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। এছাড়া অনেক বাড়ির পুরুষরা এই নেশার ফাঁদে পা দিচ্ছেন। বিষয়টি নিয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনও কাজের কাজ হয়নি। তারই প্রতিবাদে নোয়াপাড়া বাজার এলাকায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ওই মহিলারা। বিক্ষোভকারী ওই মহিলারা পরে লাঠি হাতে দু’টি জুয়ার ঠেকও ভেঙে দেন।


    এক বিক্ষোভকারী রাখি হালদার বলেন, স্কুলের পাশে মদের দোকান, জুয়ার ঠেক চলতে থাকায় আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে। স্বামীরা রাতে বাড়ি ফিরছেন না, মদ খেয়ে মাঠে-ঘাটে পড়ে থাকছেন। আমরা চাই স্কুলের পাশে মদের দোকান আর জুয়া-গাঁজার ঠেক বন্ধ হোক। আরেক বিক্ষোভকারী ফাতেমা বিবি বলেন, এর ফলে ছোট ছোট ছেলেরাও মদ খাচ্ছে। তাছাড়া বাড়ির পুরুষরা তো মদ খাচ্ছেই, সঙ্গে জুয়াও খেলছে। আমরা চাই, এই মদ ও জুয়ার দোকান বন্ধ হোক। এদিকে, এই মদ-জুয়ার ঠেকের সঙ্গে কে কে যুক্ত, ঘটনার পর পুলিস তা তদন্ত করে দেখছে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)