• পুজোয় কি মানুষ ঘর থেকে বেরোবে না? কাঠগড়ায় ফের কলকাতা পুলিস!
    ২৪ ঘন্টা | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • অর্ণবাংশু নিয়োগী: পুজোয় কি শহরে জমায়েত হবে না? মানুষ ঘরে থেকে বেরোবে না? কলকাতা পুলিস কমিশনার মনোজ ভার্মার নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার মামলা দায়ের করা হল হাইকোর্টে।

    পুজোর আর ২ সপ্তাহও বাকি নেই। শহরে যখন উত্‍সবের প্রস্তুতি চলছে, তখন শহরে একাংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিস! কতদিন? আগামী ২ মাস। খোদ পুলিস কমিশনারের নির্দেশ, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়  কলকাতা পুলিশের থানা এলাকায়  ২৫ সেপ্টেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পাঁচ জনের বেশি একত্রে চলাফেরা, দাড়িয়ে থাকা, জমায়েত করা যাবে না। 

    নির্দেশিকায় উল্লেখ, বৌবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকায় কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকের এলাকায় পাঁচ থেকে ছয় জনের বেশি জমায়েত করা যাবে না। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কারও হাতে যদি লাঠি বা এই ধরনের অস্ত্র দেখা যায়, সেক্ষেত্রে কড়া ব্য়বস্থা নেওয়া হবে। 

    এদিকে পুলিসের জারি সময়সীমার মধ্যেই রয়েছে দুর্গাপুজো-সহ একাধিক পুজো। সেক্ষেত্রে যে এলাকাগুলিতে পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই এলাকাগুলিতে কি পুজোর সময় মানুষ যেতে পারবে না? এই প্রশ্ন তুলে মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে।

    হাইকোর্টের দ্বারস্থ সিপিএম ও জুনিয়র ডাক্তাররাও। আগামীদিনে ধর্মতলায় মিছিল করতে চায় বামেরা ও ডাক্তারদের একটি সংগঠন। কিন্তু দুটি মিছিলেরই অনুমতি দেয়নি কলকাতা পুলিস। পুলিসের তরফে জানানো হয়েছে, ধর্মতলায় জুড়ে তখন ১৪৪ ধারা জারি থাকবে। দুটি মামলারই শুনানি আগামীকাল শুক্রবার।

  • Link to this news (২৪ ঘন্টা)