• শুরু হয়ে গেল দুর্গাপুজো! অধিবাস করলেন বাড়ির ছেলেই...
    ২৪ ঘন্টা | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • অয়ন ঘোষাল: কলকাতার আনন্দপালিত শীল লেনের পোস্ট অফিসের কাছে দাস বাড়ির দুর্গাপুজোর সূচনা হয়ে গিয়েছে কাল বিকেল থেকে। এই বাড়ির পুজো প্রায় ১৫ দিন ধরে চলবে। কৃষ্ণা নবমী থেকে শুরু হয়ে শেষ হবে শুক্লা নবমীতে। পটুয়াপাড়ায় প্রতিমায় তুলির শেষ টান এখনও পড়েনি। তার মধ্যে বুধবার খাস কলকাতার একটি বাড়িতে শুরু হল পুজো।

    কৃষ্ণপক্ষের নবমী তিথির আদ্রা নক্ষত্র মেনে শুরু হওয়া এই পুজো অবশ্য পুরনো নয়। বয়স মাত্র ১৫ বছর। ট্যাংরার শীল লেনের দাস পরিবারের বাড়ি এ দিন সকাল থেকেই গমগম করে ওঠে লোকজনের আনাগোনায়। বর্তমানে বাড়ির বাসিন্দারা আনন্দ পালিত রোডে থাকলেও পুজো হয় শীল লেনে, দাসদের দুই পুরুষের আদি বাড়িতেই। সেখানে বাড়ির দেবতা রাধা-কৃষ্ণের ঘরের পাশেই দুর্গাপুজোর স্থান।

    সারা বছর রাধাকৃষ্ণের পুজো করেন অন্য পূজারী। দুর্গাপুজোয় অবশ্য পুরোহিতের ভূমিকায় থাকেন বাড়ির একমাত্র ছেলে, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ দাস। আগে পূজারী হিসেবে যোগ দিতেন তাঁর দিদি, পেশায় চিকিৎসক মৌমিতা দাসও। বিয়ের পরে অবশ্য মৌমিতা আর ওই ভূমিকায় থাকেন না। প্রসেনজিৎবাবু জানান, ১৫ বছর আগে তিনি আর দিদি মিলে ঠিক করেন দুর্গাপুজো করবেন। তবে মহাপুজো নয়। তাঁরা পুজো শুরু করবেন কৃষ্ণপক্ষের নবমী থেকে। আরও ঠিক করেন, পুজোর সব কাজ করবেন নিজেরাই।

    প্রসেনজিৎ বাবু আরও জানান, প্রথাগত শিক্ষার পাশাপাশি তিনি ও দিদি মৌমিতা সংস্কৃত শিখতে শুরু করেন। কিন্তু ভাষা শিখে নিলেও পুজোর রীতি-প্রথা জানা সম্ভব ছিল না। তাই প্রসেনজিৎ স্থির করেন পুরাণ, বেদ ও উপনিষদ পড়বেন। ইঞ্জিনিয়ারিং পড়ার শেষে তিনি চলে যান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। সেখানে শেখেন বেদ। এর পরেই শুরু হয় দাস পরিবারের দুর্গাপুজো।

    বুধবার বিকেল ৪টেয় আদ্রা নক্ষত্রের অবস্থান দেখে হয়ে গেছে বোধন। প্রসেনজিৎবাবু আরও জানান, বেশ কিছু জায়গায় মূলত স্মৃতিকার রঘুনন্দনের তত্ত্ব মেনে দুর্গাপুজো হয়ে থাকে। কিন্তু তাঁদের পুজো হয় স্মৃতিকার শূলপাণীর মতে। তবে বুধবার বোধন হলেও সপ্তমী পর্যন্ত পুজো হবে বাড়ির দেবতার নিত্যপুজোর মতো করে। সপ্তমী থেকে শুরু হবে মহাপুজো। তখন অঞ্জলি, হোম, বলি-সহকারে মহাপুজোর সব নিয়ম মানা হয়।

  • Link to this news (২৪ ঘন্টা)