• বিহারের ২ পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ 'বাংলা পক্ষ'-র বিরুদ্ধে
    এই সময় | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • বিহারের দুই পরীক্ষার্থীকে শিলিগুড়িতে হেনস্থা ও মারধরের অভিযোগ। সামাজিক মাধ্যমে হেনস্থার ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলের। ওই ঘটনায় পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

    কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে নিয়োগ চলছে। নিয়োগের পরীক্ষা শিলিগুড়িতেও হচ্ছে। সেই পরীক্ষা দিতেই বিভিন্ন রাজ্য থেকে শিলিগুড়িতে এসেছিলেন পরীক্ষার্থীরা।

    গতকাল রানিডাঙায় বিহার থেকে আসা দুই পরীক্ষার্থীর সঙ্গে দেখা করতে যায় বাংলা পক্ষের এক কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকা কয়েকজন নিজেদের আইবি-র কর্মী পরিচয় দেয়।

    অভিযোগ, ভুয়ো পরিচয় দেওয়া লোকজনরা দুই পরীক্ষার্থীকে হেনস্থা করে। পরীক্ষার্থীদের বলা হয়, বিহার থেকে বাংলায় এসে পরীক্ষা দেওয়া যাবে না। হেনস্থা, মারধরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু করে। বিহারের রাজনৈতিক দলের নেতারাও প্রশ্ন তুলতে শুরু করেন। ঘটনা সামনে আসতেই বৃহস্পতিবার রজত ভট্টাচার্য নামে এক অভিযুক্তকে আটক করে পুলিশ।এ দিন শিলিগুড়ির এসএফ রোড থেকে রজতকে আটক করা হয়। ভিডিয়ো সামনে আসার পর তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ। এরপরই স্পেশাল অপারেশন গ্রুপের সহায্য নিয়ে রজত ভট্টাচার্যকে আটক করা হয়। তবে পুলিশ কর্তারা এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। এ দিন শিলিগুড়ি থানাতে যান ডিসিপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।

    রজত ভট্টাচার্য বলেন, জাল শংসাপত্র নিয়ে এসে এখানে পরীক্ষা দিচ্ছে। এখানকার পরীক্ষার্থীরা সেজন্য সুযোগ পাচ্ছেনা। আমরা বাংলা পক্ষ থেকে সেখানে গিয়েছিলাম। হেনস্থার অভিযোগ অস্বীকার করেন তিনি।

    এ প্রসঙ্গে বাংলা পক্ষের তরফে কৌশিক মাইতি বলেন, 'হেনস্থা করা হয়তো ঠিক হয়নি। তবে শংসাপত্র যে ভুয়ো তা কিন্তু পরীক্ষার্থীরা স্বীকার করতে বাধ্য হয়েছে। আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা আইনি পথে সেই লড়াই করছি, করব।'
  • Link to this news (এই সময়)