• ভাইফোঁটার পর রাজনীতির ময়দানে ফিরছেন অনুব্রত,মমতার সঙ্গে সাক্ষাৎ দিন কয়েকের মধ্যে
    হিন্দুস্তান টাইমস | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • পুজোর মুখে অনুব্রত মণ্ডলের জেলমুক্তিতে উৎসবের মেজাজে তৃণমূল। বিশেষ করে বীরভূমে অনুব্রত অনুগামী তৃণমূল নেতারা যেন হালে পানি ফিরে পেয়েছেন। কবে ফের কেষ্টদা পুরনো মেজাজে ময়দানে নামবেন সেই অপেক্ষায় মুখিয়ে রয়েছেন তাঁরা। এরই মধ্যে জেল থেকে ফিরে বুধবার প্রথমবারের জন্য দলের জেলা দফতের গিয়েছিলেন অনুব্রত। আর তার পরই অনুব্রতর সক্রিয় রাজনীতিতে ফেরার দিনক্ষণ নিয়ে স্পষ্ট বার্তা এল তৃণমূলের অন্দর থেকে। আর সেই অনুসারে, কেষ্টদাকে দলের মঞ্চে ফের দেখতে আর বেশি অপেক্ষা করতে হবে না তাঁর অনুগামীদের।


    পড়তে থাকুন - 'ট্রাম উঠে যাচ্ছে না'! কীভাবে? ফেসবুকে বোঝালেন দেবাংশু

    তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কালীপুজো ও ভাইফোঁটা মিটলেই পুরো দমে ময়দানে নেমে পড়বেন অনুব্রত মণ্ডল। ভাইফোঁটার পরে তাঁকে দলের হয়ে সভায় যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে ফের সংগঠন মজবুত করার কাজে ঝাঁপাবেন তিনি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এমনিতেই পুজোর সময় সমস্ত রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকে। তাছাড়া জেলফেরত অনুব্রতর বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। তাঁর বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন। ভাইফোঁটার পর ফের পুরোদমে শুরু হবে রাজনৈতিক কর্মসূচি। তাই তার পরই তাঁকে মাঠে নামার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

    ওদিকে অনুব্রতর প্রত্যাবর্তনের দিনই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে গেলেও কেষ্টর সঙ্গে দেখা করেননি তিনি। এই নিয়ে জল্পনা শুরু হওয়ায় তৃণমূলের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে পারেন মমতা। আগামীর রণনীতি আলোচনা করতে পারেন তাঁর সঙ্গে।


    রাজনৈতিক মহলের একাংশের মতে, অনুব্রতহীন বীরভূমে লোকসভা নির্বাচনে বিজেপি তেমনভাবে দাগ কাটতে পারেনি। জেলার ২টি আসনই বিপুল ভোটে জিতেছে তৃণমূল। ফলে ফেলে যাওয়া জমি পুনরুদ্ধারে বেশ কসরৎ করতে হবে না কেষ্টকে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)