• মহিলা চিকিৎসককে ছুরি নিয়ে হাসপাতালে যেতে হচ্ছে, অভিযোগ ভয়াবহ: কলকাতা হাইকোর্ট
    হিন্দুস্তান টাইমস | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলার শুনানিতে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, যে অভিযোগগুলি উঠেছে তার একটিও সত্যি হলে তা ভয়াবহ। এই মামলার গুরুত্ব বিবেচনা করে মামলার শুনানির সময় অ্যাডভোকেট জেনারেলের আদালতে উপস্থিত থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।


    পড়তে থাকুন - 'ট্রাম উঠে যাচ্ছে না'! কীভাবে? ফেসবুকে বোঝালেন দেবাংশু

    সরকারি মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মমলা করেছিলেন চিকিৎসক অর্চিস্মান ভট্টাচার্য। তাঁর অভিযোগ ছিল, হাসপাতালগুলিতে হুমকির শিকার হতে হচ্ছে চিকিৎসকদের। মহিলা চিকিৎসকদের হেনস্থা করা হচ্ছে। মেডিক্যাল কলেজগুলিতে টুকলি সংস্কৃতি চালু হয়েছে। এছাড়া বদলির ক্ষেত্রে কোনও নিয়ম নীতি মানা হয় না। এক মহিলা চিকিৎসক জানিয়েছেন, তাঁকে তাঁর বাবা নিরাপত্তার জন্য একটি ছুরি দিয়েছেন।


    এর পরই প্রধান বিচারপতি বলেন, এই মামলায় তোলা অভিযোগের একটিও সত্যি হলে তা গুরুতর ব্যাপার। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের রিপোর্টেও চার জনের নাম উল্লেখ রয়েছে বলে জানান প্রধান বিচারপতি। মামলার গুরুত্ব বিবেচনা করে এই মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেলের হাজির থাকা উচিত। প্রধান বিচারপতি বলেন, সরকারি হাসপাতালের ৬০ শতাংশ চিকিৎসক হেনস্থার শিকার। আগামী ২১ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)