• ১ কিউসেক মানে কত ক্যুইন্টাল, জানেন কি?
    হিন্দুস্তান টাইমস | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির জল ছাড়াকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ‘ক্যুইন্টাল, ক্যুইন্টাল জল বেরিয়ে আসছে’ বলে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হয়েছেন স্থানীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিউসেক আসলে কী? কতটা জলকে বলা হয় ১ কিউসেক।


    পড়তে থাকুন - 'ট্রাম উঠে যাচ্ছে না'! কীভাবে? ফেসবুকে বোঝালেন দেবাংশু

    বিজ্ঞানের ভাষায় কোনও একটি ছিদ্র বা নল দিয়ে তরলের প্রবাবের হার মাপা হয় কিউসেক দিয়ে। ‘কিউসেক’ শব্দটি আসলে ‘কিউবিক ফিট প্রতি সেকেন্ড’ শব্দের সংক্ষিপ্তসার। অর্থাৎ প্রতি সেকেন্ডে ১ ঘনফুট জল বেরোলে তাকে বলা হয় ১ কিউসেক। ১ ঘনফুট ২৮.৩১ লিটারের সমান। অর্থাৎ কোনও ছিদ্র দিয়ে এক সেকেন্ডে ২৮.৩১ লিটার জল বেরোলে তাকে বলা হয় ১ কিউসেক। এক লিটার বিশুদ্ধ জলের ওজন ১ কিলোগ্রাম। ১০০ কিলোগ্রামে হয় ১ ক্যুইন্টাল। তাহলে ১ কিউসেক জলকে ০.২৮৩১ ক্যুইন্টাল বলা যেতে পারে। বা ৩.৫৩ কিউসেকে হয় এক ক্যুইন্টাল। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে এই হিসাব বিশুদ্ধ জলের ওজন ধরে করা। কিন্তু বন্যার জল মোটেও বিশুদ্ধ নয়। তার মধ্যে নানা খনিজ দ্রবীভূত ও প্রলম্বিত অবস্থায় থাকে। 

    কিন্তু কিউসেক দিয়ে কতটা জল ছাড়া হয়েছে তা বোঝা সম্ভব নয়। কারণ কিউসেক হল জল ছাড়ার হারের একক। ছাড়া জলের আয়তন জানতে গেলে কতক্ষণ ধরে জল ছাড়া হয়েছে তাও জানতে হবে। ঠিক যেমন গাড়ির গতিবেগ জানলে সেই গাড়ি কতটা দূরত্ব অতিক্রম করেছে তা জানা যায় না। সঙ্গে সেই গতিতে গাড়িটি কতক্ষণ চলেছে তাও জানতে হয়।


    এছাড়াও কিউমেক বলে জল ছাড়ার আরেকটি একক রয়েছে। সেক্ষেত্রে প্রতি সেকেন্ডে কত ঘন মিটার জল ছাড়া হয়েছে তা জানানো হয়। কিউমেক জল ছাড়ার সব থেকে বড় একক। ৩৫.৩১ কিউসেকে হয় ১ কিউমেক।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)