• পুজোর মুখে প্রবল বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণের পর এবার উত্তরবঙ্গেও বন্যার ভ্রুকুটি
    হিন্দুস্তান টাইমস | ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিম্নচাপ দুর্বল হলেও রাজ্যে এখনই থামছে না বৃষ্টি। বুধবারের পূর্বাভাসে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী পুজোর মুখে আরও কয়েক দিন বৃষ্টি হবে গোটা রাজ্যেই। তবে উত্তরবঙ্গের জন্য উদ্বেগজনক পূর্বাভাস জারি হয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গের পর পুজোর মুখে ভাসতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলাও।


    পড়তে থাকুন - 'ট্রাম উঠে যাচ্ছে না'! কীভাবে? ফেসবুকে বোঝালেন দেবাংশু

    পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিন উত্তরঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড় ও পাহাড় লাগোয়া সমতলে প্রবল বর্ষণ হতে পারে। পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

    দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কমলেও পুরুল্যা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের একাংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুসারে ছত্তিসগড়ের ওপরে অবস্থিত ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে সমুদ্র থেকে আর্দ্র বাতাস প্রবেশ করতে থাকবে। যার জেরে জারি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি। আকাশ থাকবে মেঘলা। কিছু জায়গায় সূর্যের মুখ দেখা গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হওয়ার সম্ভাবনা কম।


    বলে রাখি, চলতি মাসেই ১৬ তারিখ থেকে নিম্নচাপের বৃষ্টিতে এখনও প্লাবিত হয়ে রয়েছে দক্ষিণবঙ্গের বহু জেলা। তার মধ্যে নতুন করে বৃষ্টিতে বানভাসি মানুষের মধ্যে আশঙ্কা তৈরি করেছে। ওদিকে উত্তরবঙ্গেও বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। নতুন করে বনাঞ্চলগুলি প্লাবিত হলে প্রভাব পড়তে পারে পুজোর পর্যটনেও। যা নিয়ে আশঙ্কায় রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)