দুর্গাপুজোর আগেই বাংলাদেশ থেকে এল ১৮ মেট্রিক টন ইলিশ
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর আগেই বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার রুপোলি শস্য। বাংলাদেশ থেকে পেট্রাপোল হয়ে ভারতে প্রবেশ করল ইলিশ বোঝাই ট্রাক। দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলাদেশের ইউনুস সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এরপরই আজ, বৃহস্পতিবার পেট্রাপোল দিয়ে ১৮ মেট্রিক টন বা ১৮ হাজার কেজি ইলিশ এসে পৌঁছল ভারতে। এই খবরে স্বাভাবিকভাবেই ভোজন রসিক বাঙালি বেজায় খুশি। দুর্গাপুজোর আগেই এবার বাঙালির পাতে পড়তে চলেছে বাংলাদেশের রুপোলি শস্য। জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকেই বাজারে মিলতে পারে পদ্মার ইলিশ। তবে কেজি প্রতি দাম কত হতে পারে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে আপাতত যোগান কম থাকায় এবার বেশ চড়া হতে পারে বাংলাদেশের ইলিশ মাছের দাম।
আজ সেদেশ থেকে রপ্তানির জন্য ২টি ট্রাকে ইলিশবোঝাই প্রায় ২০০টি বাক্স বেনাপোল বন্দরে পৌঁছে যায়। পরে মৎস্য দপ্তরের অনুমতি সাপেক্ষে আজ সেটি পেট্রাপোল দিয়ে ঢুকেছে এপার বাংলায়। তার আগে অবশ্যই যাচাই করা হয় আবেদনপত্র এবং রপ্তানি সম্পর্কিত সমস্ত কাগজপত্র। এরপরই ইলিশ রপ্তানির জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। জানা গিয়েছে, অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। কারণ ওই সময় পর্যন্তই বাংলাদেশের নদীতে মাছ ধরা হবে। তারপরই ইলিশ মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হবে।
বেনাপোল বন্দর দিয়ে এদেশে মোট ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির কথা রয়েছে। তার মধ্যে প্রথম পর্যায়ে আজ ১৮ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। আজ রাতের মধ্যেই তা শিয়ালদহ, হাওড়া, পাতিপুকুর এবং শিলিগুড়ির পাইকারি বাজারগুলি পৌঁছে যাবে। এরপর আগামীকাল, শুক্রবারই সকালে তা পৌঁছে যাবে খুচরো বাজারে।
এর আগে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সে দেশের ইলিশ আদৌ এরাজ্যের মৎস্যপ্রেমীরা পুজোর সময় পাবেন কী না তা নিয়ে রীতিমতো সংশয় দেখা দিয়েছিল। তবে গত সেপ্টেম্বর মাস নাগাদ অবশ্য সেদেশের অন্তর্বর্তী ইউনুস সরকার জানিয়েছিল, ইলিশ অত্যন্ত সুস্বাদু মাছ। বাংলাদেশের মানুষের চাহিদা মেটার পরই তা ভারতে রপ্তানির কথা ভাবা যেতে পারে। এরপর পুজোর আগে ভারতের জন্য ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সেদেশের সরকার। যেটি আগামী ১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের প্রায় ৪৯টি রপ্তানি সংস্থার মাধ্যমে ভারতে পাঠানো হবে।