শহরের মানুষের পাশাপাশি উপকৃত হচ্ছেন গ্রামের মানুষও। এখন ক্যানসার হলে বা ক্যানসারের উপসর্গ দেখা দিলে আর কলকাতার বড় হাসপাতালে ছোটার দরকার নেই। নিজের জেলার হাসপাতালগুলিতেই মিলছে ক্যানসার বিশেষজ্ঞ বা অঙ্কোলজিস্ট। রাজ্য সরকারের এই নির্দেশিকা মতোই উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও তৈরি হয়েছে ক্যানসার ডিটেকশন ইউনিট বা জেলা অঙ্কোলজি ইউনিট।
স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যানসার-সহ আরও ৭০ ধরনের রোগের চিকিৎসা করানো যাবে। ক্যানসার ছাড়াও আরও যে সমস্ত চিকিৎসা পরিষেবার সুযোগ মিলবে সেগুলির মধ্যে রয়েছে রেডিওফ্রিকোয়েন্সি, রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবোলেশন, ইউএসজি গাইডেড পেরিফেরাল নার্ভ ব্লক-সহ প্রভৃতি জরুরি চিকিৎসা পরিষেবা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে প্রতিমাসে অন্তত এক হাজার মানুষ এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।