মুখ্যমন্ত্রী বলেন, "১২ হাজার পুলিসের রিক্রুটমেন্ট আটকে ছিল। সম্ভবত সোমবার এর অর্ডার আসবে। সেক্ষেত্রে হাসপাতালের সুরক্ষায় আরও জোর দেওয়া যাবে।" মমতা জানিয়েছেন, এই সংক্রান্ত নির্দেশিকা সোমবারের মধ্যে আসতে পারে। প্রতিটি হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আগেই কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থর নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছিল।
বৃহস্পতিবার সমস্ত সরকারি কলেজ-মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সুপারদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে একাধিক বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। হাসপাতাল ও মেডিক্যাল কলেজের প্রতিটি ব্লিডিং ও ফ্লোরে অ্যালার্মিং অ্যাপ সিস্টেম চালুর বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। শহরে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে ‘রাত্তিরের সাথী’ অ্যাপ চালু করার কথা জানিয়েছেন মমতা।
৭ দফা দাবি প্রসঙ্গে জুনিয়র ডাক্তারেরা অভিযোগ করেছিলেন, তাঁদের যে যে বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে, তার অনেকগুলিই বাস্তবায়িত হচ্ছে না। মমতা বলেন, 'কাজ শুরু হয়েছে। কিন্তু এখন বন্যার কাজে সকলে ব্যস্ত। তাই কাজে দেরি হচ্ছে।'