সংবাদদাতা, কালনা: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে বৃহস্পতিবার কালনা-২ ব্লকে অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে এই মনীষীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন হয়েছে। সেখানে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধূসুদন ভট্টাচার্য, জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য দেবু টুডু সহ অন্যরা উপস্থিত ছিলেন।
কালনা-২ ব্লকে শিক্ষাবিভাগের ৩ ও ৪ নম্বর চক্র রয়েছে। সিঙ্গারকোনে বিডিও অফিস লাগোয়া একই ছাদের তলায় দু’টি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস রয়েছে। দুই অবর বিদ্যালয় পরিদর্শক সহ প্রায় ২৯জন কর্মী এই অফিসে বসেই কাজ করেন। শিক্ষকরা বহুদিন ধরেই অফিস চত্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি বসানোর দাবি জানিয়ে আসছিলেন। এদিন বিদ্যাসাগরের মূর্তি স্থাপিত হওয়ায় তাঁরা খুশি। শিক্ষকরা জানান, দুটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস পুরনো ও আকারে ছোট। বেহাল ভবনে কর্মীদের কাজ করার মতো ঘরের অভাব রয়েছে। শিক্ষকরা অনেকদিন ধরে ভবনটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। জেলা শিক্ষাদপ্তরের এক আধিকারিক বলেন, জিউধারা এলাকায় একটি চক্রের অফিস তৈরি হলেও যাতায়াতের সমস্যার জেরে চালু হয়নি। ঝড়ুবাটিতে জায়গা পাওয়া গিয়েছে। শিক্ষাদপ্তরের অনুমোদন পেলে সেখানে একটি চক্রের অফিস স্থানান্তরিত হবে। -নিজস্ব চিত্র