জেলায় নানা অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যাসাগরের জন্মদিন পালিত
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, বহরমপুর: জেলাজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মবার্ষিকী। জেলা শিক্ষা ভবন সহ বহরমপুর শহরের একাধিক জায়গায় বিদ্যাসাগরের আবক্ষ মুর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক সমাজ ও সুশিল সমাজের অনেকেই। জেলার বহু স্কুলে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠান ও আলোচনার মাধ্যমে বর্ণ পরিচয়ের স্রষ্টার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান বেলডাঙা চক্রের ৩০ নম্বর আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা। বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের বর্ণভাগের পাঠ দেওয়া হল। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্পর্শবর্ণ, অঘোষবর্ণ-ঘোষবর্ণ,অল্পপ্রাণ মহাপ্রাণ, মাত্রা যুক্ত বর্ণ, পূর্ণ মাত্র বর্ণ নিয়ে বিশেষ আলোচনা করা হয় প্রাথমিক বিভাগেই। আলোচনা শেষে দীর্ঘক্ষণ প্রশ্নোত্তর পর্ব চলে। একই সঙ্গে আলোচনায় বিদ্যাসাগরের জীবনদর্শনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিদ্যালয়ের সব পড়ুয়াদের এদিন নতুন পোশাক তুলে দেওয়া হয়। বিদ্যাসাগরের জীবনী নিয়ে স্বল্প দৈর্ঘ্যের চলচিত্র দেখানো হয় স্কুলের ডিজিটাল ডিভাইসে। প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, ১৮২০ সালের এই দিনে অবিভক্ত বাংলাদেশে যুগ প্রবর্তক মনীষীর জন্ম হয়েছিল। শিক্ষা ও সমাজ সংস্কারে তাঁর অবদান অসামান্য। এমন একজন মনীষীর জীবনের নানান দিক পড়ুয়াদের জানা প্রয়োজন মনে করেই বিশেষ এই দিনে আলোচনার আয়োজন করা হয়েছিল। -নিজস্ব চিত্র