স্কুলে বিদ্যাসাগরের জন্মদিন পালন বাল্যবিবাহ রোধের প্রচারে প্রভাতফেরি
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, নবদ্বীপ: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উদযাপন করল নবদ্বীপের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিনব ‘মা’ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দুটি। একটি ‘আগামীর মা’ অর্থাৎ বাল্যবিবাহ রোধে এলাকার সর্বস্তরের জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলা। অপরটি ‘আজকের মা’ অর্থাৎ সুস্থ মা, সুস্থ সন্তান বিষয়ে বিদ্যালয়ে মায়েদের সচেতন করে তোলা। এদিন সকালে বাল্যবিবাহ রোধে বিষয়ে একটি ট্যাবলো সাজিয়ে এবং বিদ্যালয়ের পড়ুয়ারা বাল্যবিবাহ রোধে বিভিন্ন সচেতনতামূলক পোস্টার নিয়ে প্রভাতফেরির আয়োজন করে।
বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এর হাত থেকে আমাদের সন্তানদের বাঁচাতে হবে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এই স্লোগানের মাধ্যমে এলাকার জনসাধারণকে সচেতন করা হয়। এদিন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বাল্যবিবাহ রোধে একটি পথনাটিকা উপস্থাপন করে। ছেলেদের ২১ বছর এবং ১৮ বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যে আইনত দণ্ডনীয় অপরাধ, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এই নাটকের মূল উদ্দেশ্য। এদিন অনুষ্ঠানে উপস্থিত সকল মা›কে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জানবাস শেখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন সেখ বলেন, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শে ব্রতী হয়ে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করেছি। সাধারণ মানুষের মধ্যে বাল্যবিবাহ রোধ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এই কর্মসূচি নেওয়া হয়। বিদ্যালয়ের পড়ুয়ারা বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ সেই বার্তা একটি পথনাটিকার মাধ্যমে সর্বসাধারণের কাছে তুলে ধরে।