• ত্রাণ শিবিরে খাবার খেলেন মন্ত্রী সাবিনা ও বিধায়ক সাবিত্রী
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মানিকচক: ত্রাণ শিবিরে দেওয়া খাবার নিয়ে বিরোধীরা বারবার অভিযোগ তুলেছিল। বলেছিল, খাবার নিম্নমানের। কিন্তু বৃহস্পতিবার মানিকচকে ত্রাণ শিবিরে ত্রাণের খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রর। যদিও বাম নেতৃত্বের দাবি, সরকারি আধিকারিক পরিদর্শনে আসবেন জেনে এই ধরনের খাবার এদিন দেওয়া হয়েছে।


    বন্যা পরিস্থিতির কারণে মানিকচকের বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন। উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের শতাধিক পরিবার মথুরাপুরের মানিকচক মডেল স্কুলের হস্টেলের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। বৃহস্পতিবার এই শিবিরে আসেন সেচ প্রতিমন্ত্রী ও মানিকচকের বিধায়ক। সেখানে আশ্রয় নেওয়া দুর্গতদের সঙ্গে কথা বলেন তাঁরা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হচ্ছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখেন। দুর্গতদের জন্য রান্না করা ডিম-ভাত খেয়ে মান যাচাই করেন প্রতিমন্ত্রী ও বিধায়ক। মন্ত্রী বলেন, ত্রাণ শিবিরের খাবারের মান যথেষ্ট ভালো। বিরোধীরা অভিযোগ তোলার আগে একবার নিজেরা খেয়ে দেখুক। যদিও বাম নেতা দেবজ্যোতি সিনহা বলেন, মথুরাপুরের ত্রাণ শিবিরে আধিকারিকেরা আসবেন জেনে ব্যবস্থাপনা ভালো করা হয়েছে। ভূতনির ত্রাণ শিবিরগুলির অবস্থা আরও খারাপ। 


     মানিকচক মডেল স্কুলে ত্রাণ শিবিরে দুর্গতদের জন্য দেওয়া খাবারের মান যাচাই করছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পাশে বিধায়ক সাবিত্রী মিত্র। -নিজস্ব চিত্র  
  • Link to this news (বর্তমান)