• রাস্তায় জমে জল, পাঁচ ঘণ্টা অবরোধ
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সুষ্ঠু নিকাশি ব্যবস্থার দাবিতে রায়গঞ্জ শহরের দেবীনগর বাজারে প্রায় পাঁচ ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। 


    বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর বাজারের পাশের রাস্তাটিতে জল জমে যাচ্ছে। গোটা বর্ষার মরশুম সেই জমা জল সরছে না। গত তিনদিন টানা  বৃষ্টিতে পরিস্থিতি ভয়াবহ হয়েছে। 


    এদিন বাসিন্দাদের প্রায় পাঁচঘণ্টা রাস্তা অবরোধের পর ২৬ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অভিজিৎ সাহা রাস্তায় মাটি ফেলে বাসিন্দাদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়। বাসিন্দাদের সমস্যার কথা স্বীকার করে পুর কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমাধান করার চেষ্টা চলছে।


    বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় রাস্তা আটকে অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা। কারণ বাজারে আসার ওই ৫০ মিটার রাস্তায় জল থাকায় শুধু বাসিন্দারা নয়, ব্যবসাও মার খাচ্ছে। 


    দেবীনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপঙ্কর প্রামাণিকের অভিযোগ, বাজারের পাশের এই রাস্তার প্রায় ৫০ মিটার অংশে সারাক্ষণ জল জমে থাকে। তার জন্য অনেক এলাকার মানুষ বর্ষায় এই বাজারে আসতে পারেন না। শুধুমাত্র জমা জলের জন্য ফ্যাক্টরি পাড়া, দেবীতলা, মারাইকুরা, ষোলোবিঘা, শ্যামপুর মোড়, ঘাটপাড়া, দীপনগর এলাকার মানুষ বর্ষায় আমাদের বাজারে আসা এড়িয়ে চলেন। 


    স্থানীয়দের মধ্যে সর্বাণী সরকার, নুপুর দাস, অতসী রায় সরকার, রাজু চক্রবর্তীরা বলেন, কয়েকশো মানুষ এই এলাকায় বাস করেন। সবচেয়ে বেশি সমস্যা হয় মাছ বাজারের নোংরা জল যখন রাস্তার জলের সঙ্গে মেশে। তখন দুর্গন্ধে এই এলাকায় টেকা দায় হয়ে যায়। আমরা চাই সুষ্ঠু নিকাশি ব্যবস্থা। সেটা যাতে দ্রুত হয়, সেজন্যই এদিনের প্রতিবাদ। এলাকার সমস্যার কথা পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস ভালো করেই জানেন। তিনি একবার এলেও সমস্যা মেটেনি।


    পুরসভার প্রশাসক বলেন, এলাকার সমস্যার কথা জানি। কীভাবে ওখানকার সমস্যা স্থায়ীভাবে মেটানো যায়, আমরা খতিয়ে দেখছি।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)