সংবাদদাতা, কুমারগ্রাম: পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ আয়োজিত রাজ্যস্তরের স্লোগান লিখন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন কুমারগ্রাম ব্লকের বারোবিশার শ্রীজা বিশ্বাস। ১৮ সেপ্টেম্বর কলকাতা সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হয়। সেখানে শ্রীজার হাতে পুরস্কার তুলে দেন পরিবেশ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য জীববৈচিত্র্য পর্ষদ। ২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি জারি থাকায় পুরস্কার বিতরণ হয়নি। ১৮ সেপ্টেম্বর কলকাতা সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সফলদের পুরস্কৃত করা হয়।
গত মঙ্গলবার বারোবিশায় বাড়িতে এসে পৌঁছন তিনি। শ্রীজা বিশ্বাসের লেখা স্লোগানটি হল, ‘বাঁচতে দিলে বাঁচবে তুমি, জীববৈচিত্র্যময় হলে ভূমি, রিডিউস, রিইউজ, রিসাইকেল- মানতে হবে। এই তিনটি ‘আর’ এই পৃথিবী ওদের আমাদের, সবার।’ তিনি এই স্লোগানটি লিখে পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের অফিসে জমা করেন। বিচারকদের বিচারে শ্রীজার স্লোগান সেরা হিসেবে নির্বাচিত হন। কোচবিহার এবিএন কলেজের ছাত্রী শ্রীজা। বছর ১৯-এর শ্রীজা জানান, আগামীদিনে এর থেকে আরও ভালো কিছু করতে চাই। নিজস্ব চিত্র।