উদ্ধার বিপুল পরিমাণ নকল মদ, গ্রেপ্তার দোকানের মালিক
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ১৯ লক্ষ টাকার অবৈধ চোরাই সিকিম মদের পর এবার উদ্ধার নামী বিদেশি নকল মদ। এবার কার্শিয়াংয়ে সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নকল মদ। ঘটনায় দোকানের মালিককে গ্রেপ্তার করেছে আবগারি দপ্তর। জানা গিয়েছে, অভিযুক্ত দোকান মালিকের নাম বিকি প্রসাদ। সে শিলিগুড়ি পুরসভার প্রধাননগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওই দোকান মালিকের বাড়ি থেকেও আরও নকল মদ উদ্ধার হয়েছে। ঘটনায় চক্ষু চড়ক গাছ আবগারি দপ্তরের। বুধবার রাতে অভিযান চালিয়ে কার্শিয়াংয়ের একটি মদের দোকানে অভিযান চালায় আবগারি দপ্তরের কর্মীরা। বৃহস্পতিবার দার্জিলিং জেলা আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর কিরাত সিং ভিড়ডি বলেন, নামী কোম্পানির বিপুল পরিমাণ নকল মদ উদ্ধার হয়েছে। ছ’লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত করা হয়েছে।