সংবাদদাতা, দিনহাটা: বৃহস্পতিবার বাসের ধাক্কায় মৃত্যু হল এক টোটো যাত্রীর। ঘটনাটি ঘটেছে দিনহাটার গোঁসানিমারির কাঁঠালতলায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম রফিকুল মিয়াঁ (২৫)। ঘটনায় আরও তিনজন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দিনহাটা মহকুমা হাসপাতালে। স্থানীয়রা জানিয়েছেন, সিতাই থেকে দিনহাটার দিকে একটি বাস আসছিল। বিপরীত দিক থেকে একটি যাত্রী ভর্তি টোটো যাচ্ছিল। টোটো ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রাই জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পুলিস ঘটনাটি খতিয়ে দেখছে।