• বাংলাদেশের বাজারে ওষুধ কিনতে গিয়ে আটক ভারতীয়
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: কাঁটাতারের ওপাড়ে দিনহাটার কালমাটির মাদারগ঩ঞ্জে বাড়ি আজাফফ্‌র শেখের। বুধবার রাতে তাঁর বৃদ্ধ বাবা হঠাৎ অসুস্থ হন। বাবার ওষুধ আনতে বাংলাদেশের বাজারে যান আজাফফ্‌র। সেখানেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন। বৃহস্পতিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যকে জানান আটক হওয়ার আজাফফ্‌রের ছেলে রফিকুল শেখ। কালমাটি বাজার থেকে ঠাকুরদার জন্য ওষুধ নিয়ে যান তিনি। বিএসএফকেও ঘটনাটি জানানো হয়। এদিন সকালে বিজিবি ও বিএসএফের ফ্ল্যাগ মিটিং হয়। তবে আজাফফ্‌রকে ছাড়ার বিষয়ে কোনও খবর সন্ধ্যা পর্যন্ত আসেনি। বাংলাদেশে আটক হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। 


    আজাফফ্‌রের দাদা শাহজাহান শেখ বলেন, বাবা তিনমাস ধরে অসুস্থ। বুধবার রাতে হঠাৎ আরও অসুস্থ হয়ে পড়েন। কাঁটাতারের গেট সন্ধ্যা ৬টার সময় বন্ধ হয়। বাবার অবস্থা বেগতিক দেখে পাশেই বাংলাদেশের ভোটহাট বাজারে ওষুধ কিনতে যায় ভাই। সেখানেই বিজিবির হাতে ধরা পড়ে। এদিন সকালে গেট খুললে ভাইপো কালমাটি বাজারে যায়। সেখান থেকে বাবার জন্য ওষুধ নিয়ে এসেছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকেও বিষয়টি জানিয়ে আসে। 


    তৃণমূল কংগ্রেস পরিচালিত বামনহাট-২ গ্রাম পঞ্চায়েত সদস্য রেজ্জাক শেখ বলেন, কালমাটি গ্রামের ওই অংশ কাঁটাতারের ওপাড়ে। রাতের বেলায় আজাফফ্‌র শেখ বাংলাদেশে আটক হয়েছেন। ওঁর পরিবারের সদস্যরা আমাকে জানালে আমি প্রশাসনকে জানিয়েছি। বিএসএফ ও বিজেপির মধ্যে ওঁর মুক্তির বিষয়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে বৃহস্পতিবার সকালে। তবে আজাফফ্‌রকে ছাড়া হয়নি। 


    কালমাটি গ্রামের মাদারগঞ্জ এলাকা কাঁটাতারের ভিতরে। সেখানে ৪৮টি পরিবার বাস করে। রাতবিরেতে সমস্যায় পড়লে অনেকেই বাংলাদেশে যান। বাংলাদেশের সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে বেকায়দায় পড়েছেন তাঁরা। আজাফফ্‌রের বাড়ি থেকে বাংলাদেশের ভোটহাটের দূরত্ব ৫০০ মিটারেরও কম। বাড়ির অদূরে বকুনি নদী পার করেই বাজার। বুধবার রাতে সেখানে গিয়েই আটক হন তিনি।  
  • Link to this news (বর্তমান)