• বিদ্যাসাগরের ভাইপোর কুরুচিকর বিশেষণ মোছার নির্দেশ ব্রাত্য বসুর
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, উলুবেড়িয়া : বিদ্যাসাগরের বংশধরের পরিচয় ‘মাতাল’ এবং ‘মুর্খ’! সরকার পরিচালিত বিদ্যাসাগর অ্যাকাডেমিতেই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভাইপো গোপাল বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ে এই বিশেষণ লেখা ছিল। বৃহস্পতিবার সরকারি অনুষ্ঠানে সেখানে গিয়ে ওই শব্দগুলি মুছে দেওয়ার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিদ্যাসাগর স্ট্রিটে ঈশ্বরচন্দ্রের বাসভবন অধিগ্রহণ করে ২০১৯ সাল থেকে বিদ্যাসাগর অ্যাকাডেমি হিসেবে চালাচ্ছে রাজ্য সরকার। সেখানে অনেকের সঙ্গে বিদ্যাসাগরের ভাই দীনবন্ধু ন্যায়রত্নের ছেলে গোপালের পরিচয়ও দেওয়ালে টাঙানো রয়েছে। সেখানেই লেখা এই শব্দদু’টিকে অপ্রয়োজনীয় বলে মুছে দিতে বললেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে, বিদ্যাসাগরের জন্মদিন একটু অন্যভাবে পালিত হল হাওড়ার একটি স্কুলে। ফ্রায়েড রাইস, চিকেন কষা, পাঁপড়, আমের চাটনি, পায়েস, রসগোল্লা, আইসক্রিম। ছিল ফুচকার স্টলও। বৃহস্পতিবার শ্যামপুর ২ নং ব্লকের ডিহিমণ্ডলঘাট ১ নং গ্রাম পঞ্চায়েতের ডিহিমণ্ডলঘাট বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ‘তিথি ভোজন’ উপলক্ষ্যে এই খাবারের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে ডিহিমণ্ডলঘাট বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ৩১১ জন ছাত্রছাত্রীর জন্যে এই তিথি ভোজনের ব্যাবস্থা করা হয়েছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমাশঙ্কর বেরা জানান, বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে ৯ জন শিক্ষক শিক্ষিকা এই আয়োজন করেছি।
  • Link to this news (বর্তমান)