নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াল আনন্দমার্গ। আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের তরফে বন্যা প্লাবিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ত্রাণ শিবির, স্বাস্থ্য শিবির খুলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। বন্যা ও তৎপরবর্তী সময়ে মারণ ব্যাধি থেকে বাসিন্দাদের রক্ষা করতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৫০০ মানুষ পরিষেবা পেয়েছেন। এছাড়া প্রায় ২০০০ মানুষকে চাল, পানীয় জলের বোতল, মুড়ি, মোমবাতি, আলু, ডাল সহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়।