নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতবছর ধরে কলেজে ছাত্র নির্বাচন হয়নি। কলেজে ছাত্র ইউনিয়নই নেই। তাই টিএমসিপি ইউনিয়নের বিরুদ্ধে থ্রেট কালচারের যে অভিযোগ করা হচ্ছে, তারও কোনও সত্যতা নেই। বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে কলেজ স্কোয়ারে তাঁর মূর্তিতে মাল্যদানের পরে এই দাবিই করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলেজে কলেজে টিএমসিপি ইউনিয়নের থ্রেট কালচারের অভিযোগে সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সম্প্রতি কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ পঙ্কজকুমার রায়ও টিএমসিপির বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ আনেন।
সেই প্রসঙ্গে প্রশ্নের জবাবে ব্রাত্য বসু এই দাবি করেন। সুকান্ত মজুমদারের উদ্দেশে তাঁর পরামর্শ, বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি নিজেদের ছাত্র শাখা এবিভিপির সংগঠন মজবুত করার চেষ্টা করুন। প্রসঙ্গত, ২৮ আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পুজোর পরে ছাত্র নির্বাচনের নির্দেশ দিয়েছেন। সেটাও মনে করিয়ে দেন ব্রাত্য বসু।