নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে কোর্টের নির্দেশে সিবিআই হেফাজত থেকে বুধবার ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জেল হেফাজত হওয়ার পরেই তাঁর স্থান হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। জেল সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় জেলে গিয়ে জেলকর্মীদের তিনি বলেন, ‘আমাকে রাতের মেনুতে একটা ডিমসেদ্ধ দিলে ভালো হয়।’ যদিও সেই আবদার সঙ্গে সঙ্গেই খারিজ করে দেয় জেল কর্তৃপক্ষ। তাঁকে বলা হয়, ‘আপনার আবদার রক্ষা করা সম্ভব নয়।’ পরে রাতে সমস্ত বন্দিদের মতো তাঁকেও দেওয়া হয় মোটা রুটি ও কুমড়োর ঘ্যাঁট। সেই খাবার দেখেই মেজাজ তিরিক্ষি হয়ে যায় তাঁর। বলেন, ‘ধুর, এই সব খাবার কি খাওয়া যায়?’
অন্যদিকে, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল বুধবার জেলে প্রিজন ভ্যান থেকে নামতে গিয়ে পায়ে চোট পান। তাঁকে প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সূত্রের খবর, জেল হাসপাতালে ঢুকেই ধৃত অভিজিৎ নাকে রুমাল চাপা দেন। জেলে ঢোকার প্রথম দিনে রাতে তিনি ভারী কিছু খেতে চাননি। তবে রাতে জল‑বিস্কুট খান। বৃহস্পতিবার সকালেও তিনি চা‑বিস্কুট ও কিছু হাল্কা খাবার খান। চিকিৎসকরা তাঁকে এসে দেখে যান।