• দৃষ্টি ঘোরাতেই কেন্দ্র-রাজ্যের দোষারোপের নাটক: শুভঙ্কর
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যের ভয়াবহ বন্যা নিয়ে কেন্দ্র-রাজ্য একে অপরকে দোষরোপ করছে। আসলে এটা নাটক। আর জি কর কাণ্ডের রেশ থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই এই দোষারোপের নাটক চলছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকার। বৃহস্পতিবার সকালে আমতা ২ নং ব্লকের বন্যা কবলিত দ্বীপাঞ্চল ভাটোরায় ত্রাণ বিলি করতে গিয়েছিলেন শুভঙ্করবাবু। তিনি বলেন, বন্যায় কয়েকটা গ্রাম জলের তলায় চলে গেছে। ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। মানুষ একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবে এই বন্যা হয়েছে বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কেন্দ্র ও রাজ্য সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলেও, বন্যার ব্যাপারে তারা কেন মানুষকে আগাম সর্তক করেনি, সেই নিয়েও প্রশ্ন তোলেন শুভঙ্করবাবু। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, যদি বন্যার ব্যাপারে আগে থেকে মানুষকে সর্তক করা হতো, তাহলে তাদের এইরকম ক্ষতির মুখে পড়তে হতো না। শুভঙ্করবাবু বলেন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার জানে, বন্যায় যে ক্ষতি হবে এবং বন্যার ত্রাণের জন্য বিপর্যয় মোকাবিলা ফান্ডে যে টাকা আছে, তা দিয়ে গরিব মানুষকে কেনা যাবে! যাদের সরকার, যাদের মুখ্যমন্ত্রী, যাদের সেচ মন্ত্রী তাদের উচিত মানুষ যাতে সঠিক ত্রাণ পায়। অথচ এখানে মানুষ ত্রান পাচ্ছে না। যেখানেই যাচ্ছি, হাজার হাজার মানুষ অভিযোগ করছেন ত্রাণ মিলছে না। গ্রামবাসীদের এর প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। মানুষের জীবন নিয়ে ছেলেখেলা না করার জন্য মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আবেদনও জানান তিনি। শুভঙ্করবাবুর সঙ্গে ছিলেন আমতার প্রাক্তন বিধায়ক অসিত মিত্র সহ অন্যান্যরা। 
  • Link to this news (বর্তমান)