• থ্রেট কালচারের অভিযোগ, ১১ পড়ুয়ার হাজিরা
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: থ্রেট কালচারের অভিযোগে বৃহস্পতিবারও আর জি কর মেডিক্যাল কলেজের কমিটি ১১ জন পড়ুয়াকে তলব করেছিল। এদিন তাঁরা হাসপাতালে এসে কমিটির মুখোমুখি হন। অন্যদিকে, এদিন আর জি করের ধর্না মঞ্চেই আয়োজিত হল অভিনব ক্লাসরুম। আন্দোলনের চোটে মেডিক্যাল পড়ুয়াদের পঠনপাঠনে যাতে খামতি  না হয়, সেজন্য আন্দোলনকারী চিকিৎসকরা এমবিবিএস পাঠক্রম নিয়ে আলোচনার আয়োজন করেছিলেন। যেমন মাইক্রোবায়োলজি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা আয়োজন করেছিলেন স্মল গ্রুপ ডিসকাশনের। এখানকার মেডিক্যাল পড়ুয়ারা সংবাদ মাধ্যমের সামনে একবাক্যে জানান, আন্দোলন এবং পড়াশোনা দুটোই একইসঙ্গে চলা জরুরি। তাঁরা ডাক্তারি পড়ুয়া। পড়াশোনা ছাড়তে পারবেন না। পাশাপাশি বিচার পাওয়ার জন্য দাবি জানিয়ে যাওয়াটাও দরকার। স্মল গ্রুপ ডিসকাশন এ মাইক্রো বায়োলজির বিভাগীয় প্রধান ডাক্তার মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায় তাঁদের খুব সাহায্য করেছে বলেও জানান তাঁরা।
  • Link to this news (বর্তমান)