• দিনভর বৃষ্টিতে বাইপাসের একাধিক রাস্তাই বানভাসি
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার রাত থেকে বৃষ্টি শুরু। বৃহস্পতিবার সারাদিন কখনও ঝেঁপে, কখনও ঝিরিঝিরি বৃষ্টি চলল শহরে। তবে, মাত্রাতিরিক্ত বৃষ্টি না হওয়ায় ই এম বাইপাসের কয়েকটি এলাকা ছাড়া সেভাবে জল জমেনি কলকাতায়।


    এদিন ধাপা, বীরপাড়া, উল্টোডাঙা, পাটুলি, কালীঘাট পাম্পিং স্টেশন জোনে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই সমস্ত এলাকায় ৩০-৪০ মিমি বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। তবে, মধ্য কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, কলুটোলা কিংবা দক্ষিণের যোধপুর পার্ক, ঢাকুরিয়ার মতো এলাকায় তেমন জল জমেনি। কিন্তু, বাইপাসের ঘোষপাড়া, হাইল্যান্ড পার্ক, কসবা, রুবির সহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘক্ষণ জল দাঁড়িয়ে ছিল। ফলে, ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। বিশেষ করে বাইক আরোহীরা দুর্ভোগের সম্মুখীন হন। বৃষ্টির কারণে অনেক জায়গায় গাড়ির গতি শ্লথ হয়ে যায়। তার মধ্যে ধর্মতলা চত্বরে জমায়েত হওয়ায় সেখানেও যান চলাচল বিঘ্নিত হয়। 
  • Link to this news (বর্তমান)