পাথরপ্রতিমায় ঘরের ভিতর থেকে স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, কাকদ্বীপ: ঘরের ভিতর থেকে স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করল পুলিস। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা থানার দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকায়। মৃত স্বামী ও স্ত্রীর নাম মনোরঞ্জন কর (৪৫) ও দুর্গারানি কর (৪০)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এক মহিলা মনোরঞ্জনের চায়ের দোকানে যান। গিয়ে দেখেন, দোকান বন্ধ। দীর্ঘ সময় দোকান বন্ধ দেখে ওই মহিলা দোকানের পিছনে ওই দম্পতির ঘরের দরজা ফাঁক করতেই দেখতে পান মেঝেতে দুর্গা পড়ে রয়েছেন। খাটের উপরে মনোরঞ্জন পড়ে আছেন। ডাকাডাকি করে দু’জনের সাড়াশব্দ না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। তাঁরা খবর দেন পাথরপ্রতিমা থানায়। পরে পুলিস গিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোরঞ্জনের এক ছেলে রয়েছেন। অভাবের সংসারে কাজের তাগিদে তিনি গুজরাতে থাকেন। পাথরপ্রতিমায় দু’জনে একটি চায়ের দোকান চালাতেন। ওই চায়ের দোকানের পিছনেই স্বামী ও স্ত্রী থাকতেন। কিন্তু মনোরঞ্জন ধার-দেনায় জড়িয়ে পড়েছিলেন। পুলিসের প্রাথমিক অনুমান, ঋণের চাপেই দু’জনে আত্মঘাতী হয়েছেন। তবে ঠিক কীভাবে দু’জনের মৃত্যু হল, পুলিস তার তদন্ত শুরু করেছে।
এবিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য রবীন্দ্রনাথ দাস বলেন, মনোরঞ্জন খুব ভালো ছেলে ছিল। স্বামী ও স্ত্রীর মধ্যে কোনওদিন কেউ গণ্ডগোল দেখিনি। কীভাবে দু’জনের মৃত্যু হল, বুঝতে পারছি না।