•  ত্রিপল ও বেবিফুডের জন্য আর্জি হোয়াটসঅ্যাপে, ২ ঘণ্টাতেই ত্রাণ
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া:  ডিভিসির ছাড়া জলে উদয়নারায়ণপুরের পাশাপাশি আমতা ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। দু’টি ব্লকের উঁচু জায়গাগুলি থেকে জল নামলেও এখনও অনেক নিচু জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। কোথাও এক কোমর সমান জল, আবার কোথাও একতলা বাড়ি সমান জল। এই এলাকার মানুষের দুর্ভোগ এতটুকু কমেনি। পাশাপাশি নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টি হওয়ায় দুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে। 


    বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শিশুকে নিয়ে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিলেন আমতা ২ নম্বর ব্লকের শিবগাছিয়া গ্রামের বাসিন্দা করবী সানা। নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টি শুরু হওয়ায় সমস্যায় পড়েন তিনি। ত্রিপল ও শিশুর খাবার চেয়ে আমতার বিধায়ক সুকান্ত পালের হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠান তিনি। তার ২ ঘণ্টার মধ্যে বিধায়কের প্রতিনিধি ত্রিপল ও শিশুর খাবার নিয়ে হাজির হয়ে যান প্লাবিত শিবগাছিয়া গ্রামে। সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ায় বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন ওই গৃহবধূ। আমতার বিধায়ক সুকান্ত পাল বলেন, বন্যার শুরুতেই মানুষদের সুবিধার্থে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করি। বন্যার্ত মানুষজন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁদের সমস্যার কথা আমাকে জানাচ্ছেন। আমিও আমার সাধ্যমতো সমস্যার সমাধান করার চেষ্টা করছি। বৃহস্পতিবার শিবগাছিয়া গ্রামের এক গৃহবধূ তাঁর সমস্যার কথা জানালে আমি দ্রুত ত্রাণ সামগ্রী পাঠিয়েছি।
  • Link to this news (বর্তমান)