• ফুটবলের জন্য বিডিও অফিসে দরবার, স্বপ্ন পূরণ করল পুলিস
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, তারকেশ্বর: তারা ধনেখালির কালিকাপুরের বাসিন্দা। আট-ন’জনের দল তারা। বয়স ৯-১৩ বছরের মধ্যে। ফুটবল ফেটে যাওয়ায় বিডিও অফিসে দরবার করেছিল তারা। আবেদন একটাই, যদি একটা ফুটবল দেওয়া হয়, তাহলে আমরা খেলতে পারি। বিডিও অফিসে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি না আসা তাঁর দেখা মেলেনি। বিষয়টি নজরে আসে এক পুলিস কর্মীর। শেষমেশ থানায় ডেকে তাদের হাতে ফুটবল ও চকোলেট তুলে দিল ধনেখালি থানার পুলিস।


    ওই ছেলেরা কেউ পড় তৃতীয় শ্রেণিতে, কেউ আবার পঞ্চম শ্রেণিতে। তারা সদলবলে সকাল ১০টায় হাজির হয়ে যায় ধনেখালি বিডিও অফিসে। হাতে একটা কাগজ। তাতে লেখা রাজদীপ মুর্মু, রাহুল বাগ, রণজিৎ টুডু, অঙ্কুশ বাগ সহ কয়েকজনের নাম। তারা প্রতিদিন ফুটবল প্র্যাকটিস করে। বহু জায়গায় খেলতেও গিয়েছে। পুরস্কারও পেয়েছে কোনও কোনও জায়গা থেকে। তবে ফুটবলটি ফেটে যাওয়ায় এখন খেলা বন্ধ। কেনার টাকা নেই। অগত্যা এই শিশুদের মাথায় আসে, বিডিও অফিসে গিয়ে বলের জন্য দরবার করবে। রাজদীপ বলে, পুজোর সময় সবাই টাকা দেয়, সেই টাকা জড়ো করে তারা ফুটবল কিনবে বলে ভেবেছে। কাগজ হাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তারা জানতে পারে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এদিন আসবেন না। তারা যখন বিরস বদনে বাড়ি ফেরার পথ ধরতে যায়, ঠিক তখনই এক পুলিস কর্মী এসে তাদের ডেকে নিয়ে যান থানায়। থানার বড়বাবু প্রসেনজিৎ ঘোষ তাদের খেলার প্রতি তাদের উৎসাহ দেখে একটি ফুটবল ও প্রত্যেককে একটি করে চকোলেট উপহার দেন। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। ধনেখালি থানার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 
  • Link to this news (বর্তমান)