• মেয়েকে ধর্ষণের চেষ্টার দায়ে বাবার সাত বছরের কারাদণ্ড
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৬ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টার দায়ে সাত বছর সশ্রম কারাদণ্ড হল বাবার। বৃহস্পতিবার শিয়ালদহের বিশেষ পকসো আদালত এই রায় দিয়েছে। বিচারক ওই সাজার সঙ্গে দেড় লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ মাস হাজতবাসের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্যাতিতার হাতে এক লক্ষ টাকা তুলে দেওয়ার জন্য বিচারক লিগ্যাল এইডকে প্রয়োজনীয় নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি তপন রায় সাংবাদিকদের জানান, ২০২৩ সালে ৩ আগস্ট কলকাতার তপসিয়া থানা এলাকায় কিশোরী তার বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা দায়ের করে। সেখানে সে অভিযোগ করে, যৌন নির্যাতনের পাশাপাশি তাকে ধর্ষণের চেষ্টা করেছিল বাবা। তার ভিত্তিতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই মামলায় সাক্ষ্য দেন ছ’জন। শুনানি শেষে বিচারক অনির্বাণ দাস অভিযুক্তের বিরুদ্ধে সাত বছরের সাজা ঘোষণা করেন।
  • Link to this news (বর্তমান)