তরুণীর আপত্তিকর ছবি পোস্ট করায় যুবকের জেল, জরিমানা
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেসবুকে বন্ধুত্ব। তারপর তরুণীর আপত্তিকর ছবি তুলে ওই যুবক তার এই বান্ধবীর বিভিন্ন আত্মীয়ের হোয়াটসঅ্যাপে তা পাঠিয়েছিল। এ নিয়ে মামলা হলে আদালত ওই যুবককে দোষী সাব্যস্ত করে চার মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। বৃহস্পতিবার ব্যাঙ্কশালের আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কৌস্তুভ মুখোপাধ্যায় এই আদেশ দিয়েছেন।
এদিন মামলার রায় দেওয়ার সময় বিচারক ওই যুবককে কড়া ভাষায় সতর্ক করেন। সরকারি কৌঁসুলি রাধানাথ রং বলেন, ২০১৫ সালে মুচিপাড়া থানা এলাকার বাসিন্দা ওই তরুণী লালবাজারের সাইবার সেলে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এফআইআর করেন। তদন্ত শেষ করে পুলিস ফৌজদারি ছাড়াও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে। সেই মামলায় এদিন সাজা ঘোষণার আগে সরকারি কৌঁসুলি বলেন, অভিযুক্ত যুবকটি তরুণীকে ব্ল্যাকমেইল করে প্রতারণার চেষ্টা করেছিল। আগাগোড়াই তার অসৎ উদ্দেশ্য ছিল। এরপর বিচারক সাজা ঘোষণা করেন।