• স্বরূপনগরের গ্রামে শিয়ালের উপদ্রবে ঘরবন্দি বাসিন্দারা
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বসিরহাট: স্বরূপনগরের বাংলানী গ্রাম পঞ্চায়েতের ঢাকিপাড়ায় শিয়ালের আতঙ্কে ঘর থেকে বেরতে পারছেন না গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, শিয়ালের কামড়ে এখনও পর্যন্ত ৩০ জন আহত হয়েছেন। তার মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন। তাঁদের স্থানীয় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনার জেরে স্কুল পড়ুয়া থেকে বাড়ির মহিলারা ভয়ে বাইরে বের হতে পারছেন না। বনদপ্তরকে বিষয়টি জানানো হলেও তারা এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। স্কুল পড়ুয়া শহিদুল গাজি বলেন, শিয়ালের ভয়ে কয়েকদিন হল স্কুলে যেতে পারছি না। বেরলেই শিয়াল তাড়া করছে। কামড় বসাচ্ছে পায়ে। সন্ধ্যার পর মানুষ বাইরে বেরতে পারছেন না। স্থানীয় বাসিন্দারা বলেন, আগে এমন ঘটনা ঘটেনি। কী কারণে শিয়ালের উপদ্রব বাড়ল, তা বোঝা যাচ্ছে না। বনদপ্তর দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিক। এ বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার দপ্তরের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ গাজি বলেন, আমরা বনদপ্তরকে সব জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এলাকাবাসীকে বাড়িতে থাকতে বলা হয়েছে।
  • Link to this news (বর্তমান)