ঘটনাটি ঠিক কী? রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে " থ্রেট কালচার" এবং "উত্তরবঙ্গ লবি"র প্রভাব নিয়ে মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। আজ, শুক্রবার মামলাটি শুনানি হয় প্রধান বিচারপতি বেঞ্চে। শুনানিতে মহিলা চিকিৎসক বলেন, নিরাপত্তার জন্য তাঁকে ছুরি দিয়েছে বাবা। আর এক মহিলা চিকিত্সকের দাবি, পিপার স্প্রে সঙ্গে নিয়ে কর্মক্ষেত্রে যান। যা শুনে রীতিমতো বিস্মিত বিচারপতি।
হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, 'হাসপাতালের ৬০ শতাংশ মহিলা চিকিৎসক বিভিন্নভাবে দুর্ব্যবহারের শিকার হন বলে অভিযোগ। একটি অভিযোগেরও সত্যতা থাকলে সেটি অত্যন্ত গুরুতর। রাজ্যর কাছে হলফনামা তলব করেছেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী ২১ শে নভেম্বর।