• দুর্গাপুজোয় দুর্যোগের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা
    এই সময় | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • পুজোর সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা। আবহবিদদের পূর্বাভাস নিয়ে উদ্বেগ। পুজোয় বাকি আর মাত্র কয়েকদিন। কিন্তু, পুজোয় ঘোরাঘুরির আনন্দে জল ঢালতে পারে আবহাওয়ার মতিগতি।দুর্গাপুজোয় বৃষ্টিপাতের সম্ভাবনা

    প্রতি বছর দশমীর পর থেকেই পরের বছরের জন্য কাউন্টডাউন শুরু করে দেয় বাঙালি। প্রতীক্ষা উমার আগমনের। কিন্তু পুজোর দিনগুলোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টিপাত। আবহবিদদের পূর্বাভাস, বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে ১৫ অক্টোবর। তা সত্ত্বেও অক্টোবর মাসের অনেকটা সময় জুড়ে পূর্ব ভারতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলায় অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পুজোর আনন্দ অনেকটাই মাটি করতে পারে দুর্যোগ, আশঙ্কা এমনটাই।

    শুক্রবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    দুর্বল হয়েছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ। আপাতত বৃষ্টিপাত কমবে কলকাতায়। শুক্রবার শহরে আর্দ্রতা অপেক্ষাকৃত বেশি থাকবে। আর সেই কারণে অস্বস্তি বাড়তে পারে।

    শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস কম এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯৫ শতাংশ।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাত। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। তবে এ দিনও একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এই জেলাগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। শনি ও রবিবার সার্বিকভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। শনি ও রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে প্রায় নেই।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এছাড়াও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।
  • Link to this news (এই সময়)