• ক্রাইম সিনে কে! অভীকের সওয়ালে টাওয়ার লোকেশন
    এই সময় | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • এই সময়: তাঁর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ প্রমাণিত হয়, তা হলে প্রশাসন তাঁকে যা শাস্তি দেবে, তা মাথা পেতে নেবেন তিনি- বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে তদন্ত কমিটির সামনে হাজিরা দিতে এসে এমনই মন্তব্য করলেন আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুনের অকুস্থলে 'লাল জামা'র বিতর্কিত চিকিৎসক অভীক দে। বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ওই চিকিৎসকের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।তথাকথিত 'উত্তরবঙ্গ লবি'র অন্যতম মাথা সেই অভীক নিজে অবশ্য থ্রেট সিন্ডিকেট বিষয়টিকেই হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, গত ৯ অগস্ট, আরজি করে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনার দিন সকালে তিনি আরজি করে নয়, ছিলেন তাঁর কর্মক্ষেত্র এসএসকেএম হাসপাতালেই।

    আরজি করে ধর্ষণ-খুনের ঘটনার খবর সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যে এসএসকেএমের স্নাতকোত্তর পড়ুয়া অভীককে ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলে অভিযোগ। সেই সময়কার ভিডিয়ো ফুটেজ (যার সত্যতা যাচাই করেনি 'এই সময়') ভাইরাল হওয়ার পরে লাল জামা পরিহিত এক ব্যক্তিকে ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিস্ট ও ফরেন্সিক বিশেষজ্ঞ হিসেবে চিহ্নিত করে কলকাতা পুলিশ।

    যদিও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) দাবি করে, ওই ব্যক্তি আসলে অভীক দে-ই। যিনি চিকিৎসক হিসেবেও বিশেষজ্ঞ নন। কারণ, তিনি পিজি-তে জেনারেল সার্জারিতে স্নাতকোত্তর পড়ছেন। যদিও এর পর থেকেই অভীক সংবাদমাধ্যমের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তাঁকে ফোনে না-পাওয়ায় তাঁর কোনও প্রতিক্রিয়াও মেলেনি। সেই অভীকের সঙ্গে এ দিন সাংবাদিকদের আচমকাই দেখা হয়ে যায় স্বাস্থ্যভবনে।

    আরজি করের ঘটনায় অভীককে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার আগেই তাঁকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর। এসএসকেএম কর্তৃপক্ষও তাঁকে সাময়িক বহিষ্কার করেছেন। এসএসকেএমের ডিন অভিজিৎ হাজরা লিখিত ভাবে রাজ্যের তৎকালীন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে জানিয়েছেন, একজন পিজিটি-র যে সব ব্যাপার মেনে চলার কথা, তার প্রায় কোনওটাই মানেন না অভীক। ইতিমধ্যে ওই পিজিটি-র বিরুদ্ধে ওঠা অনিয়মের পাশাপাশি থ্রেট কালচারে যুক্ত থাকা এবং ক্রাইম সিনে উপস্থিত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। সেই কমিটির তলবেই বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে গিয়েছিলেন অভীক।

    সেখানে আরজি করের ক্রাইম সিনে তাঁর বিতর্কিত উপস্থিতি প্রসঙ্গে অভীক বলেন, 'আমি ওই দিন এসএসকেএম-এই ছিলাম। সকালে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে অ্যাকাডেমিক ব্লকের সামনে হাজিরা দিয়েছিলাম রেড রোডের প্যারেড কর্মসূচিতে ডিউটির জন্য।' তা হলে কি আপনি আরজি করে যাননি?

    অভীকের জবাব, 'বিষয়টি বিচারাধীন। সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত করছে মামলার। তাই এ নিয়ে কোনও মন্তব্য করব না। তবে অনেক কথা আমাকে নিয়ে‌ শুনেছি। আমি নাকি ৮ অগস্ট রাত থেকে আরজি করে ছিলাম! গত ৯ অগস্ট সকাল থেকে নাকি আরজি করে ছিলাম! শুধু এইটুকু বলতে পারি, তদন্তকারী সংস্থা আমার মোবাইলের টাওয়ার লোকেশন দেখলেই তো বুঝতে পারবে, আমি গিয়েছিলাম কি না।'
  • Link to this news (এই সময়)