• ইস্তফা না দিয়েই ‘বেপাত্তা’ মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তৃণমূল থেকে সাসপেন্ড করার পর এখনও মাল পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা দেননি স্বপন সাহা। এদিকে এলাকাতেও নেই তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবারই কলকাতায় চলে গিয়েছেন স্বপনবাবু। এই অবস্থায় মাল পুরসভার কর্মীদের পুজোর বোনাস এবং অস্থায়ী কর্মীদের আগষ্টের বেতন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এই পরিস্থিতিতে কী করা হবে তা ঠিক করতে আজ, শুক্রবার দুপুরে পুরসভার আধিকারিক ও কাউন্সিলরদের নিয়ে বিশেষ বৈঠকে বসছেন ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি। অন্যদিকে, আদালতের নির্দেশে ঠিকাদারের বকেয়া বিল মেটানোর তারিখ চলে গিয়েছে গতকাল, বৃহস্পতিবার। ঠিকাদার এসে বসে থাকলেও তাঁকে বকেয়া বিল মেটাতে পারেনি মাল পুরসভা। ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, ৪৫ লক্ষ টাকার বিল মেটাতে হবে। পুরসভার কাছে এই মুহূর্তে এত টাকা নেই। সেই কারণে ওই ঠিকাদারের কাছে সময় চাওয়া হয়েছে। এদিকে, ঠিকাদারের আইনজীবী সুমন শিকদার জানিয়েছেন, আদালতের নির্দেশ সত্ত্বেও সময়ে বিল মেটাতে পারেনি পুরসভা। বিষয়টি আজ, শুক্রবার ফের আদালতকে জানানো হচ্ছে। অনেক চেষ্টার পর আজ, শুক্রবার সকালে চেয়ারম্যান স্বপন সাহার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন, সোমবারের মধ্যে আমি ইস্তফাপত্র পাঠিয়ে দেব। বাইরে আছি। আগামী কাল, শনিবার বিকেলে ফিরব মালবাজারে।
  • Link to this news (বর্তমান)