হাওড়ায় বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল! পুজোর মুখে কাজ হারালেন প্রায় সাত হাজার শ্রমিক
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, উলুবেড়িয়া: পুজোর মুখে কাজ হারালেন বহু শ্রমিক। হাওড়ার দাশনগরের ভারত জুটমিলের পর এবার বন্ধ হয়ে গেল আরও একটি পাটকল। হাওড়ার চেঙ্গাইলের ল্যাডলো জুট মিল বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে। কারখানার নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে আজ, শুক্রবার সকাল থেকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ। ফলে পুজোর আগে কর্মহীন হয়ে পড়ল প্রায় সাত হাজার শ্রমিক। জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার দুপুরের শিফ্ট চলার সময় পুজোর বোনাস নিয়ে মিলের ভিতরে অশান্তির সৃষ্টি হয়। অভিযোগ, সেই সময় মিলের কয়েকটি অফিসে ভাঙচুর চালানো হয়। একাধিক আধিকারিকদের হেনস্তা করারও অভিযোগ ওঠে শ্রমিকদের বিরুদ্ধে। আর এরপরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে কর্তৃপক্ষ জুটমিলটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে আজ, শুক্রবার সকালে মিলের বাইরের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।