আদালতেও রাজনীতির কচকচানি! নাম না করে বিকাশকে তোপ মমতার
প্রতিদিন | ২৭ সেপ্টেম্বর ২০২৪
স্টাফ রিপোর্টার: আদালতে গিয়ে সরকারি চাকরির নিয়োগ আটকানো। আবার সেই নিয়োগ সংক্রান্ত মামলা লড়তে আন্দোলনরত ছাত্রছাত্রীদের টাকা নেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। বারবার এমন একাধিক অভিযোগ করে তৃণমূল। নাম না করে বৃহস্পতিবার কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠিক কী বলেছেন? একটি পুজো কমিটির হয়ে তাঁর মামলার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ। সব ব্যপারে ইন্টারফেয়ার করেন। তাঁকে বলছি, কথায় কথায় কোর্টে চলে গেলেই হবে না। সাধারণ মানুষের কথা ভাবুন। মানুষকে বিপদে ফেলবেন না।’’ একইসঙ্গে তাঁর কাছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘যদি আমি জিজ্ঞেস করি আপনি যখন মেয়র ছিলেন, কলকাতায় কেন জল জমে থাকত চারদিন, একটা উত্তর দিন তো!’’
কথায় কথায় মামলা করে নিয়োগ আটকানোর অভিযোগ বিকাশের বিরুদ্ধে নতুন নয়। এই অভিযোগে এর আগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনও ফের নাম না করেই তোপ দাগেন তিনি। মামলার নাম করে আন্দোলনরত ছাত্রছাত্রীদের থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ছাত্রছাত্রীদের জন্য এত টাকা নিয়েছিলেন কেন? স্টুডেন্টরা আন্দোলন করছিল। কথায় কথায় কোর্ট। আর কোর্ট মানেই তো…।’’ একইসঙ্গে সুপ্রিম কোর্টের অর্ডার প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কোনও জাস্টিস খারাপ হোক আমি চাই না। আমাদের পক্ষেও দেওয়ার দরকার নেই। তবে বিচারের রায় যেন নীরবে নিভৃতে না কাঁদে। এমন কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে।’’