• বন্ধ হল হাওড়ার চেঙ্গাইলে ল্যাডলো জুট মিল, কর্মহীন ৭ হাজার শ্রমিক
    এই সময় | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • হাওড়ার দাশনগরের পর এবার উলুবেড়িয়ার চেঙ্গাইল। শ্রমিক অসন্তোষের কারণে শুক্রবার সকালে 'সাসপেনশন অফ ওয়ার্ক' বা কাজ বন্ধের নোটিস দিল চেঙ্গাইলের ল্যাডলো জুট মিল কর্তৃপক্ষ। ফলে পুজোর আগে কর্মহীন হলেন মিলের ৭ হাজার শ্রমিক।সূত্রের খবর, পুজোর আগে বোনাসের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মিলের পরিবেশ। দুপুর ২ টোর সময় কাজে আসা শ্রমিকরা বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন মিলের একাধিক অফিস, কম্পিউটার, ক্যামেরা ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিরাপত্তার অভাবের অভিযোগ তোলেন মিল মালিক কর্তৃপক্ষ।

    শুক্রবার সকালে মিলের বাইরের 'সাসপেনশন অফ ওয়ার্ক'-এর নোটিস দেওয়া হয়। এ দিন সকালে কাজে যোগ দিতে এসে এই নোটিস দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, মাসখানেক আগে মিলের মালিকানা বদল হয়েছে। তারপর থেকেই কাজের চাপ বাড়ানো হয়েছিল। পাশাপাশি বোনাস নিয়ে টালবাহানা শুরু করেন মিল কর্তৃপক্ষ।

    মিলের শ্রমিকরা জানান, গত বছর পর্যন্ত পুজোর বোনাস নিয়ে কোনও সমস্যা হয়নি। মালিকানা বদলের পরে বোনাস নিয়ে টালবাহানা শুরু হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার থেকে মিলের শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। শুক্রবার কাজ বন্ধের নোটিস দেন মিল কর্তৃপক্ষ।

    এক শ্রমিক বলেন, ‘আমাকে প্রতি মাসে ৫ হাজার টাকা কিস্তি দিতে হয়। সেই টাকা কী ভাবে মেটাব, তা নিয়ে চিন্তায় রয়েছি।’ এ দিকে এই পদক্ষেপ নিয়ে মিল কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও কোনও জবাব মেলেনি।
  • Link to this news (এই সময়)