রেল কোয়ার্টারের কোচিং সেন্টারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার গুণধর শিক্ষক
বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের ঘটনা। এবার অভিযুক্ত খোদ কোচিংয়ের শিক্ষক! ঘটনাটি ঘটেছে বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে। ধর্ষণের পাশাপাশি নাবালিকা-সহ তাঁর বাবা-মা’কে খুনের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। সূত্রের খবর, বাবা ও মা-সহ নির্যাতিতা নাবালিকাকে খুনের হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি। তিনি কোচিং সেন্টারে শিক্ষকতার কাজ করলেও আদপে একজন রেলকর্মী। ইতিমধ্যেই পুলিস তাঁকে গ্রেপ্তার করেছে।
অভিযোগ, বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে গত তিন-চার মাস ধরে এই কাজ করত অভিযুক্ত। দিনের পর দিন এই অত্যাচারের ফলে নাবালিকা মানসিক অবসাদেও ভুগতে শুরু করে। এমনকী মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রীকে কাউন্সেলিংও করাতে হয়। শেষে পরিবারকে গোটা বিষয়টি জানায় নির্যাতিতা। এরপরই বারুইপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বিশ্বনাথ সর্দার। নির্যাতিতার পরিবারের অভিযোগ, কোচিং সেন্টারে অন্য মেয়েদের সঙ্গেও এমনই করত অভিযুক্ত।