• বৃষ্টি কমবে শহরে, আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে গত বুধবার থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যজুড়ে। তার জেরে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। নদীগুলির জলস্তরও বৃদ্ধি পেয়েছে। নতুন করে ভেসে গিয়েছে আরও বেশ কিছু এলাকা। অতিবৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গও। দুর্যোগের কবলে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলি। আগামীকাল, শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। তবে দক্ষিণবঙ্গবাসীদের সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। আজ, শুক্রবার থেকেই বৃষ্টি কিছুটা কমবে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামীকাল, শনিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ, শুক্রবার সকাল থেকেই শহরের কিছু জায়গায় রোদের দেখাও মেলে। তবে মাঝে মাঝেই মেঘাচ্ছন্ন হয়ে পড়ে শহর কলকাতার আকাশ। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ০.৭ ডিগ্রি কম। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪.৫ ডিগ্রি কম। আজ শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩৮.৬ মিমি বৃষ্টি হয়েছে। 
  • Link to this news (বর্তমান)