জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের শিফট চলার সময় পুজোর বোনাস নিয়ে মিলের ভেতরে অশান্তির পরিবেশ তৈরি হয়। অভিযোগ, সেই সময়ে মিলের একাধিক অফিসে ভাঙচুর চালানো হয়। মিলের একাধিক আধিকারিকদের হেনস্থা করার অভিযোগও উঠে শ্রমিকদের বিরুদ্ধে। আর এর পরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে মিল কর্তৃপক্ষ মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। শুক্রবার সকালে মিলের বাইরের গেটে 'সাসপেনশন অফ ওয়ার্কে'র নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ।
লাডলো ভারতের অন্যতম বিখ্যাত চটকল। এই চটকলে উৎপাদিত বস্তুসামগ্রীর গুণমান খুব উন্নত। সারা দেশে এর উৎপাদিত জিনিসের খুবই আদর। হাওড়া জেলায় চেঙ্গাইলে হুগলি নদীর তীরে এই লাডলো জুটমিল অবস্থিত। এর ভৌগোলিক অবস্থানও দারুণ। কলকাতার খুবই কাছে এটি।
আমেরিকার ম্যাসাচুসেটসের লাডলো কোম্পানির এই লাডলো জুটমিল খুবই বিস্তৃত অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল বাংলায়। প্রায় ১০০ বছরের এই মিলটি ১২ লক্ষ বর্গফুট জায়গা নিয়ে গড়ে উঠেছে। ১৪০০টি পরিবার এই জুটমিলে কাজ করেন। তাঁরা এই ক্যাম্পাসেই থাকেন। ১৯২১ সালে তৈরি হওয়া এই জুটমিলটি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলেছে। ১৯৭৭ সালে কানোরিয়া পরিবার এই জুটমিলটিকে অধিগ্রহণ করে। তারপর দশকের দশক ধরে দেশের পাটবাজারে এই জুটমিলের উৎপাদিত দ্রব্য সাদরে গৃহীত হয়েছে। কিন্তু এই শতবর্ষের ঐতিহ্যের অবসানে খুব বিষণ্ণ পাটশিল্পের দুনিয়া।