• ‘‌আমি ব্লাড রিলেশনদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না’‌, গ্রামের বাড়িতে অনুব্রত
    হিন্দুস্তান টাইমস | ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • গরুপাচার মামলায় দু’‌বছর জেলবন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। তাই পরপর দু‘‌বছর গ্রামের পৈতৃক বাড়ির দুর্গাপুজোতে অনুপস্থিত ছিলেন কেষ্ট। আর এখন হাতে ১২ দিন বাকি। তারপরই দুর্গাপুজো। আজ, শুক্রবার দুর্গাপুজোর প্রাক্কালে গ্রামের বাড়ির দুর্গাপুজো প্রস্তুতি এবং বাড়ির খবর নিতে মেয়ে সুকন্যাকে নিয়ে হাজির হলেন অনুব্রত মণ্ডল বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে। গতবছর এই বাড়ির দুর্গাপুজোতে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল জেলা সভাধিপতি কাজল শেখকে। পরিবারের লোক জনকে দুর্গাপুজোর জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন তিনি।

    এবার ফিরে এসেছেন অনুব্রত মণ্ডল। তিনি এবার এই গ্রামের পৈতৃক বাড়ির দুর্গাপুজোয় অংশ নেবেন। তাই তদারকি করতে এসেছিলেন। গ্রামের এক ব্যক্তিকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, ‘‌ভাল আছিস?‌’‌ ওই ব্যক্তিটি পূর্বপরিচিত বোঝা গেল। তাই মাথা নেড়ে জবাব দিলেন, ‘‌হ্যাঁ, দাদা ভাল আছি।’‌ দু’‌বছর পর এবার ফিরে এসে গ্রামে বাড়ির দুর্গাপুজোয় উপস্থিত থাকবেন বলে জানালেন অনুব্রত মণ্ডল। আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে এই গ্রামে নিজের বাড়িতে যান তিনি। সেখানে ঘুরে দেখেন দুর্গাপুজোর সমস্ত প্রস্তুতি। আর কথা বলেন গ্রামবাসীদের সঙ্গেও। এই ঘটনা দেখে হাটসেরান্দি গ্রামের মানুষজন ছুটে আসেন কেষ্টদার সঙ্গে কথা বলতে।


    অনেকেই অনেক কথা জিজ্ঞাসা করেন। শরীরের খবর থেকে শুরু করে দুর্গাপুজোয় কখন আসবে, সবই জানতে চান তাঁরা। প্রত্যেককেই উত্তর দেন কেষ্ট। আর এখানেই মন্দিরের উঠোনে দাঁড়িয়েই বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। আগামী দিনে আর রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোন যোগাযোগ রাখতে চান না অনুব্রত মণ্ডল। শুক্রবার গ্রামের বাড়িতে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার তার গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দি গ্রামে দুর্গাপুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল।

    কিন্তু কেন এমন মন্তব্য করলেন?‌ বাপ–ঠাকুরদার বাড়ি। পৈতৃক ভিটে। সেখানের দুর্গাপুজো। অথচ এমন মন্তব্য!‌ শুনে অনেকেই অবাক হলেন। এখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘‌আমি ব্লাড রিলেশনদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না। প্রায় দু’‌বছর পর গ্রামে এলাম। আমার সঙ্গে মেয়ে সুকন্যা আছে। পরপর দুটো বছর নিজের বাড়ির দুর্গাপুজোতে অংশগ্রহণ করতে পারিনি। খুব খারাপ লাগছে। এবারের পুজোটা গ্রামীণ সকল মানুষের সঙ্গে কাটাবো। দু’‌বছর জেলবন্দি অবস্থায় পরিবার খবর রাখেনি। তাই রক্তের সম্পর্ক মানুষদের সঙ্গে কোন যোগাযোগ রাখব না।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)